আপনার ছেলে জীবনে কত রান করেছেন, জানাবেন? পরিবারবাদ নিয়ে অমিত শাহকে পাল্টা আক্রমণে স্ট্যালিন-পুত্র

 

 

রাজনীতির গরমাগরম আসর! বিজেপির কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ গত শুক্রবার চেন্নাইয়ে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে পরিবারবাদ নিয়ে আক্রমণ করেছিলেন তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে-কে। এর ৪৮ ঘণ্টার মধ্যে পাল্টা জবাব দিলেন ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। বিসিসিআই সচিব জয় শাহের উদাহরণ টেনে উদয়নিধির পাল্টা কটাক্ষ, ‘‘আপনার ছেলে জীবনে কত রান করেছেন, জানাবেন?’’

অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘অমিত শাহ বলছেন, আমাদের দলের নেতাদের নাকি একটাই লক্ষ্য, আমাকে মুখ্যমন্ত্রী বানানো। কিন্তু আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই, আপনার ছেলে বিসিসিআইয়ের সচিব হন কী করে?’’ এর পরেই জয়ের খেলাধুলোর অজানা ইতিহাসকে সরাসরি কটাক্ষ করে স্ট্যালিন-পুত্র বলেন, ‘‘উনি কতগুলি ম্যাচ খেলেছেন, কত রানই বা করেছেন, জানাবেন?’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও