বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থেকে উসকানি, সংঘর্ষ হরিয়ানায়

গোষ্ঠী সংঘর্ষ তীব্র চেহারা নিল হরিয়ানার মেওয়াত নুহতে। গুরগাঁওয়ের কাছে এই এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্বেষ ছড়াচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন।
পুলিশ এলাকায় টিয়ার গ্যাস ছুঁড়েছে। জারি হয়েছে ১৪৪ ধারা। হরিয়ানার বিজেপি সরকারের পুলিশের বক্তব্য, সোমবার বিশ্ব হিন্দু পরিষদের ‘ব্রিজ মন্ডল জলাভিষেক যাত্রা’ নিয়ে বের হয়। সেই মিছিলকে ঘিরে উত্তেজনা তৈরি হয়।
বিভিন্ন প্রান্তেই দেখা গিয়েছে যে বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন মিছিল নিয়ে অন্য ধর্মের উপাসনা স্থলে পৌঁছে উসকানি দেয়। কোনও কোনও সংবাদমাধ্যম জানাচ্ছে যে সংঘর্ষের মাঝে পড়ে নিহত হয়েছেন পুলিশের এক হোমগার্ড। প্রায় বারোজন পুলিশকর্মী ভর্তি হাসপাতালে। এলাকায় ১৪৪ ধারা জারি করেছে গুরগাঁও পুলিশ। ‘শান্তির আবেদন’ জানিয়েছেন বিজেপি নেতা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
মেওয়াত নুহ এলাকা রাজস্থান সীমান্তের কাছে। এই এলাকায় গোরক্ষার নামে একাধিক মুসলিমকে পিটিয়ে বা পুড়িয়ে হত্যা করা হয়েছে। কয়েকমাস আগেও রাজস্থানের দুই যুবককে নির্মম ভাবে হত্যা করা হয় এই এলাকায়। পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ তীব্র। রাজস্থানের পুলিশ তদন্তে নামলে উলটে তাদের বাধা দিয়েছে হরিয়ানার পুলিশ।
এদিন একাধিক গাড়ি জ্বলেছে বলেও জানা গিয়েছে। পুরো এলাকায় পরিস্থিতি সোমবার রাত পর্যন্ত অগ্নিগর্ভ। অভিযোগ এদিনও মুসলিম সম্প্রদায়ের বহু মানুষের দোকানে আগুন লাগানো হয়। আগুন লাগানো হয় গাড়িতেও। বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থেকেই হিংসা ছড়ানো হয়। এর মধ্যেই রটে যায় একাধিক খুনে অভিযুক্ত স্বঘোষির গোরক্ষক মনু মানেসর মিছিলে রয়েছে। তার প্রতিক্রিয়া পড়ে এলাকায়।
রাতে হরিয়ানা পুলিশ নাগরিকদের সতর্ক করেছে প্ররোচনামূলক ছবি বা ভিডিও ছড়ানোর বিরুদ্ধে। (সৌজন্যে: গণশক্তি)

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও