দিন যত যাচ্ছে সমাজ কি তত শেষ হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা এই কারণে যে, এখনো নিজের মেয়েকে বিক্রির অভিযোগ উঠছে। ঘটনা কলকাতার আনন্দপুরের। এখানে ২১ দিনের কন্যাসন্তানকে ৪ লাখ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মা-সহ ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুকন্যাটিকেও বেহালা থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, গ্রেফতারকৃত ওই মহিলা তিন জন শিশুকে নিয়ে নোনাডাঙ্গা রেল কলোনির একটি বাড়িতে একাই থাকতেন। তিন জনকেই সন্তান হিসাবে পরিচয় দিতেন তিনি। কিন্তু কয়েক দিন ধরেই তাঁর ২১ দিনের কন্যাসন্তানকে দেখতে পাওয়া যাচ্ছিল না বলে এলকার মানুষের দাবি। এর পর সন্দেহ বাড়লে স্থানীয়দের কয়েক জন পুলিশে অভিযোগ দায়ের করে।