মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ২০২৩ এবং হাই মাদ্রাসার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করলো ডিএলএসি। পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার রাজ্য,জেলা ও মাদ্রাসা স্তরে কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় জেলাশাসক অফিসের কনফারেন্স কক্ষে। মঙ্গলবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দিন, পূর্ব মেদিনীপুরের স্কুল জেলা পরিদর্শক শুভাশিস মিত্র , জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক , সংখ্যালঘু দপ্তরের জেলা আধিকারিক মো : মারঘুভ ইলমী, মাদ্রাসা শিক্ষা দপ্তরের আধিকারিক মাহমাদুল হাসান , জেলার শিক্ষা আধিকারিক বিবেকানন্দ মন্ডল , বিশ্বরূপ বিশ্বাস প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন ডিএলএসির সদস্য আরিফুল আনোয়ার , মোঃ বাকিবিল্লাহ, মোঃ সানাউল্লা , সুপ্রিয় সামন্ত প্রমুখ।
প্রজেক্টরের মাধ্যমে স্লাইড শো উপস্থাপন করেন পদুম পুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক কল্যাণ চৌধুরী । শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহ বাড়ানোর লক্ষ্যে জেলায় ডিএলএসির উদ্যোগে প্রথম আয়োজিত হলো এধরনের অনুষ্ঠান । বহু দূর দূরান্ত থেকে শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক অভিভাবিকার সক্রিয় উপস্থিতি ও উদ্দীপনা প্রোগ্রাম কে প্রানবন্ত করে তোলে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিএলএসির অন্যতম সদস্য নজরুল আলী খাঁন। আগত মানুষজন এই ধরনের প্রোগ্রাম দেখে খুশি।
নজরুল আলী খাঁন জানান, প্রান্তিক এলাকার প্রতিষ্ঠান থেকে বহু বাধা কাটিয়ে ভালো ফল করা শিক্ষার্থীদের জেলায় আমন্ত্রন জানিয়ে সম্বর্ধনা জেলার পিছিয়ে পড়া শিক্ষা মহলে নতুন উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে । ডিএলএসি থেকে এমন উদ্যোগ রাজ্যে এই প্রথম । এমন আয়োজন সারারাজ্যে মডেল হিসেবে পরিগণিত হবে। আশাকরি সকলকে নিয়ে আগামীতে আরোও বৃহত্তর কলেবরে এমন অনুষ্ঠানের আয়োজন করবে ডিএলএসি।