একজন মৌলবাদী মুসলিম কখনও কোনও জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীর সমতুল্য হতে পারে না বলে মন্তব্য করেছে মঙ্গলবার জম্মু ও কাশ্মীর হাইকোর্ট। বিচারপতি অতুল শ্রীধর এই মন্তব্য করেছেন এক ২২ বছর বয়সী তরুণ মুসলিমের মামলার শুনানির সময়। সেই মুসলিম তরুণ এল- ইটির শাখা সংগঠন দ্য রেজিসস্ট্যান্ড ফ্রন্টের কর্মী হিসেবে পরিচিত। পরে সে গোড়া মৌলবাদী হয়ে ওঠে। পুলওয়ামার জেলাশাসক মুসলিম তরুণকে আটক করার নির্দেশে স্বাক্ষর করেছেন। তাকে আটকে রাখার নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন তার পিতা। বিচারপতি অতুল শ্রীধর বলেন, একজন মৌলবাদী মুসলিম যার বিশ্বাস রয়েছে ইসলামের উপর, সে কখনো জঙ্গি কিংবা বিচ্ছিন্নতাবাদী হতেই পারে না। অভিযোগ তোলার আগে বুঝতে হবে যে অভিযোগ আনা হয়েছে সেখানে নির্দিষ্ট করে বলা নেই কি অভিযোগে আটক করা হয়েছে ওই তরুণ মুসলিমকে।
বিচারপতি বলেন, আমি বাদীর সঙ্গে একমত যে তার বিরুদ্ধে ভাষা ভাষা অভিযোগ করা হয়েছে। প্রশাসন যেসব অভিযোগের কথা বলেছে সেগুলো দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই আটক করেন নির্দোষ বাতিল করা হলো বলে মন্তব্য করেন বিচারপতি। তারপরেই মুসলিম তরুণকে ছেড়ে দেওয়া হয়। পূবের কলম