‘ ইন্ডিয়া ‘ জোটে তৃণমুল – সিপিআইএম- কংগ্রেস, কর্মীদের বোঝাতে কর্মসূচি নিচ্ছে সিপিএম

 

দেশে বেশ কিছু দল মিলে I.N.D.I.A জোট তৈরি হয়েছে। এই জোটে এ বাংলার তৃণমুল কংগ্রেস ছাড়াও সিপিআইএম, কংগ্রেস আছে। সিপিআইএমের নিচু স্তরের কর্মীরা বলছেন, যে তৃণমুলের হাতে মার খেতে হচ্ছে তার সঙ্গে জোট কীসের? বিষয়টি বোঝাতে কর্মসূচি নিচ্ছে সিপিএম।

১৩ অগস্ট অনুষ্ঠিতব্য ‘পাঠচক্র’-এর জন্য একটি নোট বুক সিপিআইএম। তা পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায়। এতে ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন এই জোটে যোগদান করা হয়েছে।
ওই নোটে লেখা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং ত্রিপুরায় বিজেপি যে ভাবে ফ্যাসিস্ট ধাঁচে পার্টির উপরে আক্রমণ সংগঠিত করছে তার বিরুদ্ধে পার্টিকে অবশ্যই প্রতিবাদ শক্তিশালী করতে হবে।’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও