জ্ঞানবাপী মসজিদে পুরাতাত্ত্বিক সমীক্ষায় সায় ইলাহাবাদ হাই কোর্টের

 

উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদে আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই-কে সমীক্ষার ছাড়পত্র দিল ইলাহাবাদ হাই কোর্ট। মসজিদ চত্বরে কোনও রকম সমীক্ষার বিরোধিতা করে জ্ঞানবাপী মসজিদ কমিটি’র তরফে যে আবেদন জানানো হয়েছিল, বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রীতিনকর দিবাকরের বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। তবে বিতর্কিত ওজুখানায় পাওয়া তথাকথিত ‘শিবলিঙ্গ’ এবং সন্নিহিত এলাকায় এখনই কোনও সমীক্ষা হবে না বলে বারাণসী জেলা আদালত গত ২১ জুলাই যে নির্দেশ দিয়েছিল, তা বহাল রেখেছে ইলাহাবাদ হাই কোর্ট।
হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন বৃহস্পতিবার বলেন, ‘‘আমরা নিশ্চিত, এএসআই-এর পুরাতত্ত্ব বিশেষজ্ঞেরা এ বার সত্যটা প্রকাশ করবেন।’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও