স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেল কানাডার প্রধানমন্ত্রীর

ঘোষণাটি এসেছে হঠাৎ করেই। কিছুটা অপ্রত্যাশিতই বলা চলে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডেয়ু ও তার স্ত্রী সোফি গ্রেগরি এবার তাদের ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতির কথা ঘোষণা করেছেন। ওই দম্পতি ইনস্টাগ্রামে জনতার জন্য বিবৃতি দিয়েছেন। ট্রুডো (৫১) এবং সোফির (৪৮) ওই বিবৃতিতে লেখা হয়েছে, একটা ব্যাপার আপনাদের বলতে চাইছি। বহু অর্থপূর্ণ ও জটিল সব আলোচনার পরে আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলাম।

বুধবার প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে। ট্রুডো নিজেও সমাজমাধ্যমে তার আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন।

কার্যত বিনা মেঘে বজ্রপাত! ২০০৫ সালে তাদের বিয়ে হয়েছিল। মনট্রিলে তারা গাঁটছড়া বেঁধেছিলেন। তাদের তিন সন্তান। একজন ১৪ বছর বয়সী, অপরজন ১৫ বছরের আর শেষেরজন ৯ বছর বয়সী। আউটলেট সিবিসি পিএমওএর একটি বিবৃতিকে সামনে এনেছে। সেখানে জানানো হয়েছে এই বিচ্ছেদপত্রে সই করা হয়েছে।

অপর একটি ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, সবসময়ের মতো আমরা গভীর ভালোবাসা আর শ্রদ্ধায় আবদ্ধ থাকব। আমাদের সন্তানদের ভালোর জন্য বলছি আামাদের ও তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করবেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও