জেলা ভেঙে নতুন জেলা, লোকসভা ভোটের সংগঠন সাজাতে বদলাচ্ছে বিজেপির মানচিত্র

 

 

 

আসছে ২০২৪ লোকসভা নির্বাচন। আর সেই ভোটকে সামনে রেখে সংগঠনকে নতুন করে সাজাতে চাইছে রাজ্য বিজেপি। সেই কাজ করতে মানচিত্রেও বেশ কিছু বদল আনতে চায় বিজেপি। ইতিমধ্যেই জেলা পুনর্বিন্যাসের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্য নেতৃত্ব। খুব তাড়াতাড়ি বিভিন্ন জেলার নতুন এলাকা ঘোষণা হতে পারে।
গেল লোকসভায় বিজেপির সাংসদ সংখ্যা ২ থেকে বেড়ে ১৮ হয়েছিল। তারপর বিধায়ক সংখ্যাও বেড়েছে। এ বার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, বাংলা থেকে ৩৬ আসন দিতে হবে। আর সেই লক্ষ্যে পৌঁছাতে বিজেপি এ রাজ্যে সাংগঠনিক জেলা এবং তার সঙ্গে মণ্ডলের সংখ্যা বৃদ্ধি করতে চায়।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও