ভয়ঙ্কর বর্বরতা! চোর সন্দেহে অমানবিক অত্যাচার চালানো হলো দুই নাবালোকের ওপর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায়। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ১০ এবং ১৫ বছর বয়সী দুই নাবালোককে চোর সন্দেহে জোর করে প্রস্রাব খাইয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাদের গোপনাঙ্গে লঙ্কা ঘোষে দেওয়ার এবং নাম জানা একাধিক টিকা দেওয়ার দৃশ্য দেখা গিয়েছে।
বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হতেই হৈচৈ পড়ে গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কয়েকজন ব্যাক্তি ওই দুই নাবালোককে জোর করছে প্রস্রাব খাওয়ার জন্য, ওই ব্যাক্তিদের পক্ষ থেকে মারের হুমকিও দেওয়া হচ্ছে।
অত্যাচার কারীদের অভিযোগ যে, ওই দুই নাবালোক টাকা চুরি করে পালাচ্ছিল। তবে তারা সত্যি চুরি করেছিল কি না তার কোন উত্তর এখনও পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, ওই ভিডিওর ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশের দাবি, এই ঘটনায় অভিযুক্ত ছয়জনকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।