যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মৃত স্বপ্নদীপ কুন্ডুর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলো এস আই ও অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক অর্গনাইজেশন অফ ইন্ডিয়া নদিয়া জেলা শাখা। শুক্রবার নদিয়ার রানাঘাটে স্বপ্নদীপের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এসআইও- র প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির রাজ্য পরামর্শ পরিষদের সদস্য তথা নদিয়া জেলা সভাপতি সফিকুল ইসলাম মন্ডল, জেলা শিক্ষাঙ্গন সম্পাদক মো: নাজির উদ্দিন, মাঝের চাপরা ইউনিটের সভাপতি পিয়ার মোহাম্মদ, রানাঘাটের যুব নেতা মুহাম্মদ সাহবাজ প্রমুখ।
সংগঠনটির জেলা সভাপতি পরিবারের সঙ্গে দেখা করে বলেন, আমরা আর হয়তো আমাদের ছাত্র বন্ধু স্বপ্নদীপকে ফিরে পাবোনা, কিন্তু এমনভাবে কোনও মা বাবার কোল যেনো ভবিষ্যতে আর খালি না হয় তার নিশ্চয়তা দিতে হবে সরকারকে, সাথে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, এসআইও মনে করে যে, এযাবৎ কালে পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে এটা সবথেকে নিকৃষ্ট।
উল্লেখ্য, দেশের সেরা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা শহরে অবস্থিত এই বিশ্ব বিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ ছাত্র মহল। বিভিন্ন সংগঠন ইতিমধ্যে সরব হয়েছে।