যাদবপুরের পর আরজি কর মেডিক্যালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু, শরীরে মেলে বিষ!

 

 

 

এক ছাত্রের মৃত্যুতে তোলপাড় রাজ্য। এর মধ্যে আরেক ছাত্রের মৃত্যুর খবর সামনে আসছে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপের অস্বাভাবিক মৃত্যুর মধ্যেই এ বার কলকাতার আরজি কর মেডিক্যালে এক ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য ঘনাল। শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। বিষক্রিয়ার জেরে মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের। জানা গেছে, মৃত ছাত্রের নাম শুভ্রজ্যোতি দাস। তিনি ডাক্তারি পড়ুয়া। আরজি করে তাঁর ইন্টার্নশিপ চলছিল। গত ১০ অগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় শুভ্রজ্যোতিকে। তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছিল। সেই কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান। কিন্তু কী ভাবে শরীরে বিষক্রিয়া হল, এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও