গাড়ি-বাইকে যে কেউ জাতীয় পতাকা লাগাতে পারে না! নিয়ম জেনে নিন, না হলেই শাস্তি

 

যে কোনও ভারতীয় নাগরিক চাইলেই কি গাড়ি বা বাইকে তেরঙা লাগাতে পারেন?
এমন প্রশ্ন হয়তো আপনার মনেও রয়েছে। কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর জানা নেই!

স্বাধীনতা দিবসে অনেকেই গাড়ি বা বাইকে জাতীয় পতাকা লাগিয়ে নেন। অনেকেই জানেন না, এমন কাজ আসলে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড-এর অবমাননা।

ভারতীয় নাগরিক হলেই কেউ গাড়ি বা বাইকে জাতীয় পতাকা লাগাতে পারেন না। ন্যাশনাল ফ্ল্যাগ কোড সম্পর্কে অনেকেই অবগত নন। আসুন বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া যাক।

প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনর অ্যাক্ট 1971 এর ধারা 3.23 অনুযায়ী, যে কোনও প্রাইভেট গাড়ির টপ, সাইড বা ব্যাক পজিশনে জাতীয় পতাকা লাগানো যায় না।

ট্রেন ও বোটের ক্ষেত্রেও নিয়মটা একই। দেশের নাগরিক জাতীয় পতাকা নিজের হাতে রাখতে পারবেন। কিন্তু পতাকা কখনওই ব্যক্তিগত গাড়িতে লাগানো যাবে না। এমনটা করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

ভারতীয় পতাকার অবমাননায় ৩ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাই কোর্টের বিচারপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, লোকসভা ও রাজ্যসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং বিধানসভা ও কাউন্সিলের স্পিকার-এর গাড়িতে জাতীয় পতাকা থাকে।

এমনকী পতাকার আকার কেমন হবে তাও নির্ধারিত করা রয়েছে। ভিভিআইপি বিমান হলে পতাকার সাইজ হবে- 450 × 300 মিলিমিটার, গাড়ির জন্য পতাকা হতে হবে- 225 × 150 মিলিমিটারের। কোনও টেবিলের উপর থাকা জাতীয় পতাকার সাইজ হবে 150 × 100 মিলিমিটার।

(সৌজন্যে: নিউজ১৮ বাংলা)

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও