দলিত মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে মার, ক্ষতে ঢালা হল লঙ্কাগুঁড়ো!

 

 

ফের দলিত নির্যাতন! এক দলিত মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে মারধরের অভিযোগে এক বয়স্ক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার দারসি মণ্ডলের এসসি কলোনিতে।
জানা গেছে, বয়স্ক দম্পতি প্রথমে দলিত মহিলাকে বিবস্ত্র করেন। তার পর টেনে বাড়ির বাইরে রাস্তায় এনে ফেলেন। শুরু হয় মারধর। ক্ষতে ছিটিয়ে দেওয়া হতে থাকে লঙ্কাগুঁড়ো। পুলিশ জানতে পেরেছে, অনেক ক্ষণ মারধরের পর সব ‘চুকিয়ে দিতে’ দলিত মহিলার গায়ে কেরোসিন তেল ঢালা হয়। সেই সময় স্থানীয়েরা এসে তাঁদের নিরস্ত করেন। চলে আসে পুলিশ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও