এটাও একটা নিয়ম! যদি ভোটে প্রার্থী হতে চান তাহলে আবেদনপত্রের সঙ্গেই জমা দিতে হবে ৫০ হাজার টাকা। আসন্ন বিধানসভা ভোটে টিকিট প্রত্যাশীদের জন্য এমনই নিয়ম চালু করেছে তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস। তবে সবার ৫০ হাজার লাগবে না, তফসিলি জাতি-জনজাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের ক্ষেত্রে টিকিটের দাবিদারদের ২৫ হাজার টাকা জমা দিলেই চলবে।
তেলঙ্গানার এক কংগ্রেস নেতা জানিয়েছেন, ‘কর্নাটক মডেল’ অনুসরণ করেই তাঁদের এই পদক্ষেপ। প্রসঙ্গত, গত মে মাসে কর্নাটকে বিধানসভা ভোটের আগে অসংরক্ষিত আসনে টিকিট প্রত্যাশীদের কাছে ১ লক্ষ টাকা জমা দেওয়ার নিয়ম চালু করেছিল কংগ্রেস। তফসিলি জাতি-জনজাতির জন্য সংরক্ষিত আসনগুলির প্রার্থীদের জন্য জমা অঙ্কের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা।