ইমেল, হোয়াটসঅ্যাপে আধার-তথ্য দেবেন না, সতর্ক বার্তা কেন্দ্রের

দেশের সব মানুষের কাছে বর্তমানে সবচেয়ে প্রয়োজনীয় এই নথি। আর সেই তথ্য হাতিয়ে প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। এবার নয়া ফাঁদ। আর সেকথা জানতে পেরেই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) সাবধান করে দিয়েছে। কর্তৃপক্ষের সতর্কবার্তা, ইমেল বা হোয়াটসঅ্যাপে আধার তথ্য দেবেন না কাউকে। সম্প্রতি ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড আপডেট করতে বলেছে ইউআইডিএআই। এই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করছে প্রতারকদের দল। আধার আপডেট করার জন্য অনেকের কাছেই মেসেজ আসছে। সেগুলিতে হোয়াটসঅ্যাপ বা ইমেলে আধার সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হচ্ছে। এধরনের মেসেজ সম্পর্কেই সতর্ক করেছে ইউআইডিএআই। তাঁদের শঙ্কা, এধরনের মেসেজ প্রতারণার ছক। সেজন্য আধার আপডেটের নামে ইমেল বা হোয়াটসঅ্যাপে পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি পাঠানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশের কোটি কোটি আধার ব্যবহারকারীদের তারা সাফ জানিয়েছে, ইউআইডিএআই কখনও কারও কাছ থেকে এভাবে এই সব নথি চায় না। কাজেই এধরনের মেসেজ পেলে ভুলেও ফাঁদে পা দেবেন না।
টুইটারে (অধুনা এক্স) কর্তৃপক্ষ বলেছে, আধার আপডেট করতে কখনও পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি চায় না ইউআইডিএআই। সেজন্য আধার আপডেট করতে হলে হয় অনলাইনে মাইআধার পোর্টালের মাধ্যমে করতে হবে, নাহলে নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে।
অনেকের আধারই ১০ বছরের বেশি পুরনো। তা আর আপডেটও করা হয়নি। এজন্য নিখরচায় আপডেটের সুযোগ দিচ্ছে ইউআইডিএআই। সেজন্য পরিচয় পত্র ও ঠিকানার প্রমাণ সংক্রান্ত তথ্য আধারে আপডেট করা দরকার। এতে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সাফল্যের হার বাড়বে এবং আরও ভালো পরিষেবা পাওয়া যাবে নিখরচায় এই পরিষেবার মেয়াদ আগে গত ১৪ জুন পর্যন্ত ছিল। পরে তা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হোক বা কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বর্তমানে বাধ্যতামূলক আধার। আর সেই নথিতেই নজর প্রতারকদের। এই পরিস্থিতিতে বারেবারেই আধার নথি শেয়ার নিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউআইডিএআই। এর আগেও কর্তৃপক্ষ কোনও কোনও অপরিচিত ব্যক্তিকে আধার কার্ড সংক্রান্ত তথ্য দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এবার ঠগদের নয়া ছক নিয়েও একই বার্তা দিল তারা। সূত্র: বর্তমান পত্রিকা

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও