অভিযানের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারতের বহু প্রতিক্ষিত চন্দ্রযান-৩। এই মুহূর্তে চাঁদের মাটি থেকে রোভার বিক্রমের সবথেকে কম দূরত্ব ২৫ কিমি ও সর্বাধিক দূরত্ব ১৩৫ কিমি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে এই বুধবারই চাঁদের মাটিতে অবতরণের প্রক্রিয়া শুরু করে দিতে পারবেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা।
এদিকে গতকালই চাঁদের কক্ষপথে শেষ ল্যাপে পৌঁছতে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়ে রুশ চন্দ্রযান লুনা-২৫। জরুরি পরিস্থিতি তৈরি হয়। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, জরুরি পরিস্থিতির জন্য পরবর্তী কক্ষপথে প্রবেশ করতে পারেনি লুনা-২৫। তবে সতর্কতা অবলম্বন যে কতোটা জরুরি তা চন্দ্রসমাধি নিতে নিতে ভারতীয় বিজ্ঞানীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লুনা-২৫। তাই তীরে এসে তরী ডোবা ঠেকানোটাই এখন তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।