সামনে বছর থেকে বছরে দুবার বোর্ডের পরীক্ষায় বসতে পারেন ছাত্র ছাত্রীরা। বুধবার কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যেই নির্দেশিকা জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এবার থেকে বছরে দুবার করে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে। নতুন জাতীয় শিক্ষা নীতিতেও এই একই কথা উল্লেখ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে এই দুটি পরীক্ষার মধ্যে যেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর বেশি হবে তাকে গ্রাহ্য করা হবে।
তবে নির্দেশিকায় বলা হয়েছে, যে কোন সময় একজন ছাত্র নিজের পছন্দ মতো পরীক্ষায় বসতে পারেন। সেই ক্ষেত্রে পরীক্ষা নিয়ামক সংস্থাকে প্রস্তুত থাকতে হবে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। এতদিন বছরে একবার পরীক্ষা হত, এবার দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বছরে দুইবার হবে।