রাজ্যের আই সি ডি এস কর্মীরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। এমনকি তিন মাস ধরে অনেক কেন্দ্রে ডিম সব্জির টাকা বন্ধ। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন আইসিডিএস কর্মী নায়ীমা আনসারী।
তার চিঠিটি এখানে তুলে ধরা হল -,
মাননীয়া
মুখ্যমন্ত্রী
মহাশয়া,
আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে,যেকোনো ধর্মাবলম্বী মানুষেরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য। আর এজন্য নিজের পকেটের টাকাও খরচ করে থাকেন সন্তুষ্টচিত্তে। এজন্য আপনাকে সরকারি কোষাগার থেকে টাকা দেয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না।
আপনার রাজ্যের আই সি ডি এস কর্মীদের নানা সমস্যা, সব্জির পুরো খরচ চালাতে হয় ঋণ করে। মাত্র আট হাজার দুশত পঞ্চাশ টাকা সান্মানিক ভাতা পান অঙ্গনওয়াড়ি কর্মীরা। এতে নিজের সংসারের খরচ চালাতে হয় । তারপর আই সি ডি এস কেন্দ্রের মোটা অঙ্কের খরচ করতে হাঁপিয়ে যায় অঙ্গন ওয়াড়ী কর্মীরা। আগে এদের সমাধান করুন। তার পর পূজোপার্বনে খরচের কথা ভাবুন।
বিনীতা
নায়ীমা আনসারী
জঙ্গিপুর
মুর্শিদাবাদ