রবিবার এরাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বহু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর সঠিক পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই ফায়ার স্টেশন অফিসার আশীষ ঘোষের সূত্রে পাওয়া খবর হিসেবে জানিয়েছে, ঘটনাটি কলকাতা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নীলগঞ্জের মশপোল এলাকায় দত্তপুকুরে আতশবাজির কারখানা সকাল দশটা নাগাদ ঘটে। দুর্ঘটনার সময় কারখানায় বহু মানুষ কাজ করছিলেন বলেও জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ৫টি মৃতদেহ পাওয়া গেছে। বিস্ফোরণে আহত হয়েছেন বহু মানুষ। বিস্ফোরণটি এতটাই ভয়ানক ছিল যে আশপাশের ছাদে মৃতদেহের ছিন্ন বিচ্ছিন্ন অংশ পড়ে থাকতে দেখা গিয়েছে। এর আগে মে মাসে, পূর্ব মেদিনীপুর জেলার এগ্রায় একটি অবৈধ আতশবাজির কারখানায় একইরকম বিস্ফোরণে ১২ জন প্রাণ হারিয়েছিলেন।
পুলিশ এখনও উদ্ধারকাজ চালাচ্ছে।ধ্বংসস্তূপে আরও কিছু মৃতদেহ চাপা পড়ার আশঙ্কা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এখানে কর্মরত বহু মানুষের দেহের অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বংসস্তূপে ছড়িয়ে পড়ে। অন্য বাড়ির ছাদেও কিছু মানুষের দেহের অংশ দেখতে পাওয়া গিয়েছে।বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এর শব্দ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল।