লোকসভায় ইন্ডিয়া জোট কি হারাতে পারবে বিজেপিকে, কী বলছে সমীক্ষা

মুড অফ দ্য নেশন সমীক্ষা প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে ও সিভোটার। সমীক্ষায় বলা হয়েছে, বিরোধী ইন্ডিয়া জোট বিজেপিকে পরাস্ত করতে পারবে না। ৫৪ শতাংশ উত্তর.দাতা বলছেন ইন্ডিয়া বিজেপিকে পরাস্ত করতে পারবে না। অন্যদিকে ৩৩ শতাংশ বলছেন সেই কাজ করতে পারবে। বাকি উত্তরদাতারা এব্যাপারে উত্তর দিতে চাননি।

বিরোধী জোটের নাম পরিবর্তন নিয় প্রশ্ন করা হলে ৩৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, এই পরিবর্তন জোটের জন্য ভোট টেনে আনবে। অন্যদিকে ৩০ শতাংশ ভিন্নমত পোষণ করেছেন। ১৮ শতাংশ বলছেন, নামটি আকর্ষণীয় না হওয়ায় নাম দিয়ে ভোট টানা যাবে না। এই নাম পরিবর্তন কি নির্বাচনকে প্রভাবিত করবে, উত্তরে বাকিরা কোনও কথা বলতে চাননি।

জোটের নেতৃত্বে দেওয়ার জন্য কারা উপযুক্ত, সেব্যাপারে প্রশ্ন করা হলে, ২৪ শতাংশ উত্তরদাতা রাহুল গান্ধীর নাম করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির অরবিন্দ কেজরিওয়ালকে পছন্দ ১৫ শতাংশ করে উত্তরদাতার। সমীক্ষা অনুসারে, বিরোধীদের মধ্যে জানুয়ারি থেকে জনমত সমীক্ষা রাহুল গান্ধীর পক্ষে গিয়েছে।

সমীক্ষায় ইঙ্গিত, বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটও এবার ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না। তবে এনডিওই বৃহত্তর দল হবে। কিন্তু বাংলায়? বাংলায় মূল লড়াই তৃণমূল বনাম বিজেপির। কংগ্রেস ও বামেরা এখানে তৃণমূলের সঙ্গে জোটে যাবে কি না সন্দেহ।

স্মল বক্স অফ ইন্ডিয়ার জনমত সমীক্ষা অবশ্য ইন্ডিয়া জোটে শামিল হওয়া ২৬টি দলকে ধরে। তার নিরিখেই জনমত সমীক্ষায় এবার স্মল বক্স অফ ইন্ডিয়া বাংলার রায়ও দিয়েছে। সমীক্ষা অনুযায়ী দেশের রায়ে এনডিএ-র ঘাড়ে নিঃশ্বাস ফেলবে ইন্ডিয়া জোট। কিন্তু বাংলায় এনডিএ জোটকে দুরমুশ করে ইন্ডিয়া জোট অনেক এগিয়ে যাকবে।

স্মল বক্স অফ ইন্ডিয়ার সমীক্ষায় আভাস, বর্তমান পরিস্থিতির নিরিখে ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টি আসনের মধ্যে এনডিএ বা বিজেপি পেতে পারে মাত্র ৮টি আসন। আর ইন্ডিয়া জোট পেতে পারে ৩৪টি আসন। তবে ইন্ডিয়া জোটের কে কতগুলি আসন পাবে তা স্পষ্ট করেনি স্মল বক্স অফ ইন্ডিয়া।
তবে ইন্ডিয়া জোটের তৃণমূলই যে সিংহভাগ আসন পাবে তা নিশ্চিত। এই সমীক্ষা অনুয়ায়ীই তৃণমূল পেতে পারে ৩০-এর আশেপাশে। গতবারের থেকে এবার আসন সংখ্যা অনেকটাই বাড়াতে সক্ষম হবে তৃণমূল। বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে।

স্মল বক্সের সমীক্ষা অনুযায়ী বিজেপি এবার যে সংখ্যক আসন পেতে চলেছে, তা গতবারের তুলনায় অর্ধেকেরও কম। গতবার অর্থাৎ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ১৮টি আসনে জয়ী হয়েছিল। এবার সেই সংখ্যা এই সমীক্ষায় নিরিখে দাঁড়াচ্ছে ৮-এ। অর্থাৎ ১০টি আসন কম পাচ্ছে বিজেপি বা এনডিএ। সূত্র: ওয়ান ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও