‘ইন্ডিয়া’ জোটের মোকাবিলা করতেই কি ‘এক দেশে এক ভোট’ নীতি চান মোদী!

গোটা দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের পুরনো নীতি ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ বিজেপির। বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র তৃতীয় বৈঠকের দিনেই ‘এক দেশ এক ভোট’ নীতি চালু করার পদক্ষেপ কেন্দ্রের। বিরোধী শিবিরের পক্ষ থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি লোকসভা নির্বাচনে নতুন জোটের মোকাবিলা করতেই পুরনো নীতিকে সামনে নিয়ে আসতে চাইছে কেন্দ্র সরকার? তবে খুব সহজে কি এই নীতি চালু করতে পারবে মোদী সরকার?

বিরোধীদের প্রশ্নের জবাবে, রাজ্য বিজেপি নেতাদের দাবি, জোট মোকাবিলায় এই নীতি খুবই কার্যকর হবে। এপ্রসঙ্গে, পশ্চিমবঙ্গের উদাহরণ টেনেই তাঁরা বলছেন, রাজ্যে বিধানসভার প্রচারে বাম-কংগ্রেসের বিরোধিতা এবং লোকসভার ক্ষেত্রে একই দলের সঙ্গে জোটের কথা তৃণমূল বলবে কী করে? একই সমস্যায় পড়বে কংগ্রেস এবং বামেরাও। শুধু এই রাজ্যেই নয়, ‘ইন্ডিয়া’র শরিকরা সব রাজ্যেই এই সমস্যার মুখোমুখি হবে প্রচারে। অন্য দিকে, একটা কথা বলে বিজেপি ভোট চাইতে পারবে। কারণ, দলের সাম্প্রতিক পরম্পরা অনুযায়ী লোকসভা ভোট তো বটেই, যে কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নরেন্দ্র মোদীই দলের একমাত্র মুখ।

প্রসঙ্গত, ‘এক দেশ, এক ভোট’ নীতি বিজেপির পুরনো লক্ষ্য। ২০১৪ এবং ২০১৯ সালে বিজেপির লোকসভা নির্বাচনের ইস্তাহারে এই নীতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময়েও এ নিয়ে তিনি উদ্যোগী হয়েছিলেন। তবে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে যে এমন পথ নেওয়া হতে পারে তেমন ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়ে রেখেছিলেন ২০১৯ সালের স্বাধীনতা দিবসের ভাষণেই। লালকেল্লা থেকে উস্কে দিয়েছিলেন এক দেশ, এক ভোটের কথা। তবে, বিজেপি ইদানীং সেভাবে এই বিষয়টি নিয়ে সরব হয়নি। জল্পনা শুরু হয় বৃহস্পতিবার আচমকা সংসদের বিশেষ অধিবেশন ডাকার পরে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও