সামনে লোকসভা ভোট। এর মধ্যেই সনাতন ধর্ম নিয়ে ছেলের করা বিতর্কিত মন্তব্য নিয়ে দেশজুড়ে ঝড় বইছে। ইন্ডিয়া জোট গঠনের পর ব্যাকফুটে চলে যাওয়া বিজেপি হঠাৎই হাতেগরম এমন ইস্যু পেয়ে গিয়েছে, যা কিনা সংখ্যাগুরুর ধর্মীয় অনুভূতি উসকে দিতে মোক্ষম হাতিয়ার হতে পারে। সেটা বুঝতে পেরেই সম্ভবত এবার ঢোক গিলছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন।
বুধবার এক সভায় দলের কর্মীদের তিনি বলে দিয়েছেন,”সনাতন ধর্ম নিয়ে এই অযাচিত বিতর্ক এড়াতে হবে। বিজেপিকে নিশানা করতে হবে দুর্নীতি ইস্যুতে। প্রধানমন্ত্রী নিজে মন্ত্রিসভার সদস্যদের এই ইস্যু নিয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এটা স্পষ্ট যে বিজেপি এই সনাতন ধর্মকে হাতিয়ার করে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে।” মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বক্তব্য, “প্রতিদিন বিজেপির কোনও না কোনও মন্ত্রী সনাতন ধর্মকেই ইস্যু হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। আমরা যেন এই ফাঁদে পা না দিই।”