আঙুলের ছাপ চুরি হচ্ছে আধার কার্ড থেকে, বাগুইআটিতে রাতারাতি চুরি হল টাকা

ফোন নম্বর, ব্যাঙ্ক সব কিছুর সঙ্গেই এখন জুড়ে দেওয়া হয়েছে আধার কার্ড। আধার কার্ডে রয়েছে চোখের রেটিনা স্ক্যান, আঙুলের ছাপের মতো অতি ব্যক্তিগত তথ্য। আর এই সমস্ত তথ্য চলে আসছে ব্যাঙ্ক জালিয়াতদের হাতের মুঠোয়। আঙুলের ছাপ নকল করে যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা লোপাট করছে টাকা। এমনই ঘটনা ঘটেছে কলকাতার বাগুইআটিতে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডার বলে পরিচয় দিয়ে ব্যাঙ্ক থেকে এক গ্রাহকের আধার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জোগাড় করে ফেলে। এরপর, ওই ব্যক্তির আধার কার্ডে থাকা আঙুলের ছাপের তথ্য জাল করে ফেলে তারা। ওই তথ্য ব্যবহার করে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ‘আধার এনাবলড পেমেন্ট সিস্টেম’-এর সাহায্য নিয়ে টাকা বের করে নেয় তারা।
পুলিশ সূত্রে আরও খবর, অভিযোগকারীর নাম তুষারকান্তি মুখোপাধ্যায়। তাঁর বয়স ৪৬। বাড়ি বাগুইআটির হাতিয়ারা রোড সংলগ্ন জ্যাংরা মণ্ডল পাড়ায় জেই২০ ব্লকে। তাঁর অ্যাকাউন্ট থেকে ওই ব্যাঙ্ক জালিয়াতেরা মোট ২৮ হাজার ৯০০ টাকা বের করে নিয়েছে। তুষারকান্তির কাছ থেকে অভিযোগ পেয়ে জালিয়াতির মামলা দায়ের করে তদন্ত শুরু ক’রে পুলিশ পশ্চিমবঙ্গ এবং বিহারের সীমানা এলাকা থেকে গ্রেফতার করেছে দুই ব্যক্তিকে।
গ্রেফতার হওয়া দুই যুবকের নাম মোখতার আলম(২৩) এবং রওশন আলি(২২)। দু’জনেই উত্তর দিনাজপুরের বাসিন্দা। এই দু’জনের বিরুদ্ধে আধার কার্ডের তথ্য নিয়ে এমন কমপক্ষে ছ’টি ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, আধার কার্ড এবং ব্যাঙ্ক জালিয়াতির খবর পাওয়ার পরেই কলকাতা পুলিশ ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার একটি দল গঠন করে ঘটনাটির তদন্ত শুরু করে। তদন্ত করলে জানা যায়, পশ্চিমবঙ্গের ইসলামপুর এবং বিহারের আরারিয়ার কাছাকাছি কোনও এলাকা থেকে এই জালিয়াতি করা হয়েছে। এরপর, পুলিশের ওই বিশেষ দল সেখানে পৌঁছে নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালায়। যার পরেই বুধবার গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দু’জনের মধ্যে আঙুলের ছাপ নকল করার কাজ করেছে রওশন। আর এই গোটা কাজটি হয়েছে মোখতারের নামে নথিভুক্ত সিস্টেম থেকে। পুলিশ জানিয়েছে, দু’জনকেই আদালতে তোলা হলে আদালত তাদের ৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও