রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ হিন্দু ধর্ম নিয়ে একটি প্রবন্ধ লেখেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রায় দেড় পৃষ্ঠার এই প্রবন্ধে রাহুল হিন্দু হওয়ার অর্থ ব্যাখ্যা করেছেন। “সত্যম শিবম সুন্দরম” এই শিরোনামে লেখা তাঁর এই প্রবন্ধে রাহুল লিখেছেন যে দুর্বলদের রক্ষা করাই হিন্দুর ধর্ম। একজন হিন্দু এতটা দুর্বল নয় যে সে হিংসার মাধ্যম হয়ে উঠতে পারে। রাহুল আরও লিখেছেন, একজন হিন্দু হলেন সেই ব্যক্তি যে তার ভয়কে অতিক্রম করে এই সমুদ্রকে সততার সাথে দেখার সাহস রাখে। তিনি প্রবন্ধে আরও বলেছেন, হিন্দুধর্ম শুধুমাত্র কয়েকটি সাংস্কৃতিক বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ তা বলা একটি অবমূল্যায়ন হবে। এটিকে একটি নির্দিষ্ট জাতি বা অঞ্চলের সাথে বেঁধে রাখাও এর অপমান।
প্রসঙ্গত, ইতিমধ্যেই পাঁচ রাজ্যের নির্বাচনকে লক্ষ্য রেখে নির্বাচনী র্যালি শুরু করেছেন রাহুল গান্ধী। দেশের এই পাঁচটি রাজ্য হল মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরাম। এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এর পরিপ্রেক্ষিতে গত এক সপ্তাহে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে জনসভা করেছেন রাহুল গান্ধী।
শনিবার মধ্যপ্রদেশের শাজাপুর জেলার পোলাইকালানে সমাবেশে ভাষণ দিয়ে নির্বাচনী জনসভা শুরু করেন রাহুল গান্ধী। কংগ্রেসের জন আক্রোশ যাত্রায়ও অংশগ্রহণ করেন রাহুল। ষাজাপুরের ওই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওবিসি সরকার চালান না। তিনি দলিত ও আদিবাসীদের জন্যও কাজ করেন না। তাঁর কাজ হল মনোযোগ সরানো, ঘৃণা ও সহিংসতা ছড়ানো। আরএসএস তাঁকে এই কাজের দায়িত্ব দিয়েছে।”