মহারাষ্ট্রের হাসপাতালে ডিনকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন সাংসদ, এফআইআর দায়ের; ৩১ জনের মৃত্যুর মামলায় সরকারের কাছে স্বাস্থ্য বাজেটের বিশদ চাইল আদালত

মহারাষ্ট্রের নান্দেদের শঙ্কররাও চভান সরকারি হাসপাতালে গত ৩৬ ঘণ্টায় ৩১ জন রোগীর মৃত্যুর মামলা পৌঁছেছে হাইকোর্টে। বম্বে হাইকোর্ট নিজেই ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে মহারাষ্ট্রের নান্দেদের শঙ্কররাও চভান সরকারি হাসপাতালে ৩১ জন রোগীর মৃত্যুর মামলার শুনানির সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে, বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের কাছে স্বাস্থ্য বাজেটের বিস্তারিত জানতে চেয়েছে আদালত।
এর আগে, ৩ অক্টোবর সন্ধ্যায়, শিবসেনা সাংসদ হেমন্ত পাটিল নান্দেদ হাসপাতালে পৌঁছেন এবং মৃত্যুর ঘটনায় তাঁর অসন্তোষ প্রকাশ করে ডিন এসআর ওয়াকোডকে দিয়ে টয়লেট পরিষ্কার করান। ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর হেমন্ত পাটিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। সাংসদ তাঁর দায়িত্ব পালনে বাধা দিয়ে তাঁকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন ডিন।
অন্যদিকে, ছত্রপতি সম্ভাজিনগর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮ রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে দুই নবজাতক। হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট জানান, ২ অক্টোবর সকাল ৮টা থেকে ৩ অক্টোবর সকাল ৮টার মধ্যে এসব মৃত্যু হয়েছে। নান্দেদের শঙ্কররাও চভান সরকারি হাসপাতালে ৩১ জনের মৃত্যু সহ, গত তিন দিনে মহারাষ্ট্রের দুটি হাসপাতালে মোট ৪৯ জন রোগী মারা গেছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও