সিরিয়ার হোমস শহরে সামরিক একাডেমিতে বৃহস্পতিবার বিকেলে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৮০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন দুই শতাধিক। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামলার সময় ওই সামরিক একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন অনুষ্ঠান চলছিল। এ আয়োজনে ক্যাডেট ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাই নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
তবে সিরিয়া–বিষয়ক পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
হামলার পেছনে ‘আন্তর্জাতিক শক্তির মদদ রয়েছে এমন সন্ত্রাসী গোষ্ঠী’ জড়িত বলে অভিযোগ করেছে সিরিয়ার সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
ধারণা করা হচ্ছে, বিস্ফোরক বোঝাই ড্রোনটি হোমসের বিরোধী নিয়ন্ত্রিত উত্তর–পশ্চিমাঞ্চল থেকে পাঠানো হয়েছে।
সিরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিকেলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্র একাধিক ড্রোন থেকে একযোগে হামলা চালানো হয়। এ হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে কড়া জবাব দেওয়া হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
পরে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত নিহত ৮০ জনের মধ্যে ৬ জন নারী ও ৬ শিশু রয়েছে। আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। প্রথম আলো