ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন ব্রিগেড কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে সোস্যাল মিডিয়ায় এ কথা জানানো হয়েছে।
নিহত ব্রিগেড কমান্ডার হলেন লেফটেন্যান্ট কর্নেল জনাথন স্টেইনবার্গ। তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর নাহাল ব্রিগেডের দায়িত্বে ছিলেন। এই ব্রিগেড ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান পদাতিক শাখা। শনিবার হামাসের গুলিতে স্টেইনবার্গ নিহত হন।
ইসরায়েলের সামরিক বাহিনী এক এক্স (সাবেক টুইটার) বার্তায় স্টেইনবার্গের নিহত হওয়ার কথা জানিয়েছে। ওই বার্তায় বলা হয়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেরেম সালম এলাকার কাছে গুলিতে নিহত হয়েছেন নাহাল ব্রিগেডের কমান্ডার স্টেইনবার্গ। সেখানে নাহাল ব্রিগেডের সেনাদের সঙ্গে ইসরায়েলে ঢুকে পড়া হামাস সদস্যদের গোলাগুলি চলছিল। একপর্যায়ে হামাসের গুলিতে তিনি হন। প্রথম আলো