মদন ফিরহাদের বাড়ি সহ ১২ টি জায়গায় সিবিআই তল্লাশি

 

পৌরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে এক যোগে হানা সিবিআইয়ের। দুই নেতার চেতলা এবং ভবানীপুরের বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। কয়েকদিন আগেই খাদ্য মন্ত্রী রথীন ঘোষ সহ একাধিক পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালায় ইডি। উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে একযোগে তদন্ত করছে সিবিআই এবং ইডি।

শিক্ষক নিয়োগ দূর্নীতির তদন্তে নেবে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার হাতে আসে পৌরসভার নিয়োগ দূর্নীতির তথ্য। ধৃত অয়ন শিলের অফিস থেকে উদ্ধার হয়েছে এই নিয়োগ সংক্রান্ত একাধিক নথি। এদিন শুধু কলকাতা নয় ১২ জায়গায় একাধিক বর্তমান ও প্রাক্তন পৌর প্রধানদের বাড়িতে চলছে তল্লাশি। হালিশহর, কৃষ্ণনগর, কাঁচড়া পাড়ার প্রাক্তন প্রধানদের বাড়িতে চলছে তল্লাশি।

সূত্রের খবর ইডি তদন্ত করে যেই তথ্য পেয়েছে তার ভিত্তিতে এই তল্লাশি চলছে। গণশক্তি

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও