ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন অটল বিহারী বাজপেয়ী; ৪৬ বছর আগের ভিডিয়ো ভাইরাল

 

ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন অটলবিহারী বাজপেয়ী। বাজপেয়ী বলেছিলেন, আরবদের যে সমস্ত জমি ইসরাইল কবজা করে বসে আছে সেগুলি তাদের খালি করে দিতে হবে। বাজপেয়ীজির এই মন্তব্য প্রসঙ্গ সামনে এসেছে বর্তমানে ফিলিস্তিন ইসরাইল যুদ্ধে ভারতের অবস্থান প্রসঙ্গে। সম্প্রতি, ভারত ইসরাইলের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলের উপর হামাসদের রকেট আক্রমণের সমালোচনা করে ইসরাইলের পাশে দাঁড়িয়েছেন। ওই হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মোদি। এই সময় সোশাল মিডিয়ায় ১৯৭৭ সালের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োয় বিজেপির বর্ষীয়ান নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ফিলিস্তিন ও ইসরাইল নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন।
৪৬ বছরের পুরনো এই ভিডিয়ো দিল্লিতে জনতা পার্টির বিজয় সমাবেশের সময় রেকর্ড করা হয়। এই ভিডিয়োয় শোনা যাচ্ছে, বাজপেয়ীজি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাচ্ছেন। তিনি বলছেন, আরবদের যেসব জমি জোর করে ইসরাইল কবজা করে রেখেছে সেইসব জমি খালি করে দিতে হবে। ১৯৭৭ সালে দিল্লির রামলীলা ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে বিজেপি নেতা বাজপেয়ী এই মন্তব্য করেছিলেন। ভিডিয়োয় বাজপেয়ীজি বলছেন, জনতা পার্টির সরকার তৈরি হল। বলা হচ্ছে এই সরকার আরবদের সঙ্গে থাকবে না, ইসরাইলের সঙ্গে থাকবে। আদরণীয় মোরারজি ভাই স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি। ভুল বুঝাবুঝি দূর করার জন্য আমি বলতে চাই, মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য নিয়ে আমাদের দাবি আরবদের জমিন খালি করে দিতে হবে ইসরাইলকে। আক্রমণকারীকে সমর্থন কখনওই নয়। আমাদের উপর আক্রমণ হয়েছে। আক্রমণের ফল আমরাও ভুগেছি। তাই বলতে চাই আরবদের ন্যায্য জমিন খালি করে দিক ইসরাইল। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার পাওয়া উচিত। ইসরাইলকে স্বীকার করেছে রাশিয়া-আমেরিকা এমনকী ভারতও। তবুও ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে। মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সমাধান খুঁজতে হবে। সেখানে আক্রমণের বদলে যেন শান্তি প্রতিষ্ঠা হয়।
বাজপেয়ীজি আরও বলেছিলেন, ভারতের বিদেশনীতি ঠিক করবেন মোরারজি দেশাই ও নতুন সরকার। তবে আমি যে দলের সঙ্গে যুক্ত তাদেরকে মুসলমানদের দুশমন বলা হয়, কিন্তু এই মিথ্যা ধারনা প্রচার পায়নি। এটা খুশির খবর। আমি সর্বত্র স্থায়ী শান্তির জন্য ওকালতি করছি।
বাজপেয়ীজির এই ভিডিয়ো বর্তমানে এমনভাবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে ভারতের কিছু মিডিয়া যারা ফিলিস্তিনিদের সন্ত্রাসী তকমা দিতে চাইছিল তারাও বাজপেয়ীজির এই মন্তব্য শোনার পর ইসরাইলের জন্মের ইতিহাস প্রচার করছে। কীভাবে ১৯৪৮ সালে আরবদের জমি কেড়ে নিয়ে এবং ভূমিপুত্রদের তাড়িয়ে দিয়ে এই দেশ তৈরি হয়েছিল সেই তথ্য আবার সামনে এসে পড়ল। সে সময় ইসরাইলকে বর্বর বলা হোত। ভারত ছাড়াও, অন্যান্য অমুসলিম দেশগুলি ইসরাইলকে বহু বছর রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও