বাবা সুস্থ আছেন, গুজব ছড়াবেন না, জানালেন নোবেলজয়ী অমর্ত্য সেনের কন্যা নন্দনা

মৃত্যুর খবর ভুয়ো। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সুস্থ রয়েছেন। অমর্ত্য সেনের কন্যা নন্দনা সেন বলেন, ‘‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলাম।’’

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যার আগে আচমকাই ছড়িয়ে পড়ে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মারা গেছেন। সেই খবরের ‘সূত্র’ ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তাঁর ‘এক্স’ হ্যান্ডল থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’
এরপর বিভিন্ন মিডিয়ায় খবর শুরু হয়। কিন্তু
প্রশ্ন হল, কেন হঠাৎ অমর্ত্যের মৃত্যু নিয়ে এই পোস্ট করলেন সদ্য নোবেলজয়ী ক্লডিয়া? তাঁর প্রথম পোস্টের ৪৫ মিনিট পর ফের দ্বিতীয় একটি পোস্ট করা হয় এক্স হ্যান্ডলে। সেখানে লেখা হয়, ‘এই অ্যাকাউন্টটি ভুয়ো। ইটালিয়ান সাংবাদিক টোমাসো ডেবেনেডেট্টি এই অ্যাকাউন্টটি তৈরি করেছেন।’ যদিও তত ক্ষণে ক্লডিয়ার পোস্টের উপর ভিত্তি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে অমর্ত্যের মৃত্যুর খবর প্রকাশিত হতে শুরু করে। সোস্যাল মিডিয়াতেও শুরু হয় শোক প্রকাশ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও