২০২৩ সালের ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যাওয়ার্ড জিতলেন ফ্যাক্ট-চেকিং এবং নিউজ ওয়েবসাইট অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের। সোশ্যাল মিডিয়ায় পুরস্কার ঘোষণা করার সময় গ্রুপটি বলেছে, “#ভারতে জাল খবর এবং বিভ্রান্তির বিরুদ্ধে তাঁর লড়াই তাঁকে আক্রমণ, অপবাদ এবং এমনকি জেলের মুখোমুখি হতে হয়েছে।”
উল্লেখ্য, সেন্সরশিপের সূচক হল একটি অলাভজনক সংগঠন যা বিশ্বব্যাপী স্বাধীন মতপ্রকাশের জন্য প্রচারণা চালায় এবং রক্ষা করে। পুরস্কারের জন্য অন্য মনোনীত ব্যক্তিরা হলেন বিলান মিডিয়া(সোমালিয়ার প্রথম নারীদের নিয়ে গঠিত হওয়া মিডিয়া সংস্থা এবং নিউজরুম) এবং আফগান সাংবাদিক মুর্তজা বেহবৌদি।
আফগানিস্তানের কারাগারে বন্দী শিক্ষাবিদ মতিউল্লাহ ওয়েসা ২০২৩ সালের মত প্রকাশের স্বাধীনতা পুরস্কার-প্রচারণা বিভাগে জয়ী হয়েছেন। শিল্পকলা বিভাগে পুরস্কার জিতেছেন ইরানি র্যাপার তোমাজ সালেহি।