আগ্রায় চলমান পাতালকোট এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাতালকোট এক্সপ্রেস পাঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের সিওনি পর্যন্ত চলে। বুধবার এর দুটি জেনারেল কোচে আগুন ধরে যায়। রেলওয়ে জানিয়েছে, যে দুজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বলা হচ্ছে, অনেক যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচিয়েছেন। বিকেল ৪.৪৫ মিনিটে রেলওয়ে বিভাগের ভান্দাই রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনের গতি ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার।