গাজায় আল-জাজিরার এক সাংবাদিকের স্ত্রী ও দুই শিশু সন্তান ইসরাইলের বিমান হামলায় নিহত হয়েছে। তারা গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে এসে দক্ষিণে আশ্রয় নিয়েছিল।
ওয়ায়েল আল-দাহদুহ তার স্ত্রী আর ছেলে-মেয়ের লাশ নিয়েই সরাসরি সম্প্রচারে যোগ দেন।
আল-জাজিরা বলছে, তারা গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল যেখানে ইসরাইলের বিমান হামলা চালায়।
প্রতিবেদক জানান, তারা ইসরায়েলি নির্দেশনা মেনে গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে দক্ষিণাঞ্চলে চলে এসেছে।
এক বিবৃতিতে আল-জাজিরা জানায়, আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক আমাদের সহকর্মী ওয়ায়েল আল-দাহদুহ এর প্রতি সমবেদনা জানাচ্ছে যার পরিবার ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে।
বিমান হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি ইসরাইলি সামরিক বাহিনী।
সূত্র : বিবিসি