মহারাষ্ট্রে এস আই ও- র ফিলিস্তিনপন্থী সমাবেশে শামিল হলেন হাজার হাজার মানুষ

 

শনিবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়ে চলা ফিলিস্তিনের সাধারণ জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রদর্শিত হয়। জামায়াত-ই-ইসলামী হিন্দের ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এস আই ও) এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল। ঔরঙ্গাবাদের আম খাস মাঠে এই সমাবেশ হয়।
শনিবার বিকেলে সব বয়সের হাজার হাজার মানুষ এই সমাবেশে যোগ দেন। অংশগ্রহণকারীরা ভারতীয় ও ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন।
এসআইও-এর সাধারণ সম্পাদক সালমান মবিন খান, জামায়াত-ই-ইসলামী হিন্দের জাতীয় সম্পাদক কে কে সুহেল এবং এস আই ও দক্ষিণ মহারাষ্ট্রের রাজ্য সভাপতি তেসাম হামি সহ আরও অনেকে এই সমাবেশে বক্তব্য রাখেন। মুফতি আমিনুদ্দিন কাদরীর নেতৃত্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তার জন্য মোনাজাত করা হয়।
সূত্র: মকতুব মিডিয়া

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও