চীনের অনলাইন ম্যাপে নেই ইসরাইল, পুরোটাই ফিলিস্তিন

 

চীনের বড় ডিজিটাল ম্যাপিং প্ল্যাটফর্মগুলো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ইসরাইলকে মুছে দিয়েছে। চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা উল্লেখ করেছেন যে, বাইদু এবং আলিবাবার শীর্ষস্থানীয় অনলাইন ডিজিটাল মানচিত্র থেকে ইসরাইলকে মুছে দেয়া হয়েছে। সেখানে সম্পূর্ণ এলাকাকে ফিলিস্তিন হিসেবে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে আসছে চীন। দেশটি শুরু থেকেই প্রকাশ্যে এবং স্পষ্টভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম বাইদুর চীনা ভাষার অনলাইন মানচিত্রে ফিলিস্তিনের শহরগুলোর নাম ও সীমানা দেখানো হয়েছে। তবে সেখানে ইসরাইলের কোনো চিহ্ন নেই। যদিও মানচিত্রে লুক্সেমবার্গের মতো ছোট দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে। ডিজিটাল ম্যাপ নিয়ে কোনো মন্তব্য করেনি চীনের বৃহৎ দুই কোম্পানি।

গাজা যুদ্ধের শুরু থেকে চীন মানুষের দুর্ভোগ এড়াতে যুদ্ধবিরতিকে সমর্থন করেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক চীনা বিশেষ দূত ঝাই জুন ২৩ অক্টোবর জানান যে, চীন গাজায় যুদ্ধের সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং উভয় পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। গাজার বর্তমান পরিস্থিতি সংকটজনক।

ঝাই বলেন, ‘চীন বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এমন কাজের বিরোধিতা করে এবং দৃঢ়ভাবে নিন্দা করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন যেকোনো কাজের বিরোধিতা করে এবং পরিস্থিতির আরো অবনতি বা এমনকি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া ঠেকাতে সব পক্ষকে শান্ত ও সংযম বজায় রাখার আহ্বান জানায়।’

এর আগে মধ্যপ্রাচ্য বিষয়ক চীনা বিশেষ দূত ঝাই ফিলিস্তিনি কারণ নিয়ে আলোচনার জন্য কায়রো শান্তি সম্মেলনের চেয়েও আরো প্রভাবশালী এবং বিস্তৃত শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানান।

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও