রাজ্য সরকারের যে কোনও মুহূর্তে পতন ঘটতে পারে: কে এস ঈশ্বরাপ্পা

 

কর্ণাটকের বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার দাবি, রাজ্য সরকারের যে কোনও মুহূর্তে পতন ঘটতে পারে। তিনি বলেন, সরকারকে বর্ণ আদমশুমারি প্রতিবেদনে তার অবস্থান স্পষ্ট করা উচিত। শনিবার সাংবাদিকদের উদ্দ্যেশ্যে তিনি এই কথা বলেন।
এদিকে, বীরশৈব লিঙ্গায়ত এবং ওক্কালিগা সম্প্রদায়ের দ্বারা বর্ণ শুমারির তীব্র বিরোধিতা করা হয়েছে। তাই, আপাতত প্রতিবেদন প্রকাশ করা হবে না বলে জানা গিয়েছে। বিজেপি নেতার মতে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দলিত, অনগ্রসর এবং সংখ্যালঘুদের প্রতি অবিচার করছেন জাতপাতের ইস্যুকে প্রচার করে।

কে এস ঈশ্বরাপ্পা বলেন, সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে জাতপাতের রিপোর্ট নিয়ে লড়াই চলছে। নির্মলানন্দনাথ স্বামীজি বলেছিলেন যে রিপোর্টে সচিবের স্বাক্ষর ছিল না, তাই এটি অবৈজ্ঞানিক। স্বাক্ষর না থাকলে তা আবর্জনার মধ্যে ফেলে দিতে হবে।
বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার দাবি, রাজ্য সরকার যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।  ঈশ্বরাপ্পা বলেন, সবচেয়ে ভালো উপায় হল আবার নির্বাচন করা। গতকাল পর্যন্ত সিদ্দারামাইয়া বলতেন আমি পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকব। এর বিরোধিতা থাকায় হাইকমান্ড যা বলবে তাই শুনবেন বলে তাঁরা বলছেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও