টিপু সুলতানের জন্মবার্ষিকীর আগে কর্ণাটকের শ্রীরাঙ্গাপাটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই কারণে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মিছিল, বিক্ষোভ ও সমাবেশে নিষেধাজ্ঞা থাকবে। ব্যানার, লাউডস্পিকার, পটকা ও ডিজে ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকবে। পুলিশের মতে, এই সময়ের মধ্যে স্লোগান দেওয়া এবং উত্তেজক ছবি বা স্লোগান সহ টি-শার্ট পরাও নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, টিপু সুলতানের সমাধি শ্রীরঙ্গপত্তনায়। মাইসুরু রাজ্যের ১৮ শতকের শাসককে এখানেই সমাধি দেওয়া হয়েছিল।