বিশ্বকাপে হার, শোকে আত্মঘাতী যুবক

 

বিশ্বকাপ ক্রিকেটে ভারতের পরাজয় মানতে না পেরে আত্মহত্যা করল বেলিয়াতোড়ের যুবক রাহুল লোহার( ২৩)। এলাকার মানুষজন জানান বেলিয়াতোড়ের সিনেমা হল এলাকার বাসিন্দা এই যুবক ক্রিকেট পাগল হিসাবে পরিচিত ছিল। সোমবার রাহুলের জামাইবাবু উত্তম সুর জানান, রাহুল স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করত। বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয় সে মেনে নিতে পারেনি। রবিবার রাতে খেলার শেষে বাড়িতেই গলায় ওড়না ঝুলিয়ে সে আত্মহত্যা করে। তখন বাড়িতে কেউ ছিলনা। এদিন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান, রাহুল দেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েব করেছে। সূত্র: গণশক্তি

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও