এক বছরের ব্যবধানে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। ২০২৩ সালের টেট পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী। আগামী ১০ই ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রাথমিকের টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)। কিন্তু নির্ধারিত দিনে হচ্ছেনা পরীক্ষা। পরীক্ষার দিন সংশোধিত করে প্রাইমারী বোর্ড আগামী ২৪ শে ডিসেম্বর পরীক্ষা পরিচালনা করবে। তবে পরীক্ষার সময় অপরিবর্তিত থাকছে। পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত।