ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)’র সর্বশেষ রিপোর্টে সরকারিভাবে জানানো হয়েছে-
ভারতে প্রতিদিন ১৫৪ জনেরও বেশি কৃষক, খেতমজুর বা দিনমজুর আত্মহত্যা করছেন। অর্থাৎ ২৪ ঘণ্টার গড় হিসেব নিলে প্রতি ঘন্টায় এদেশে অন্তত ৭জন কৃষক বা মজদুর আত্মহত্যার মতো নির্মম পথ বেছে নিচ্ছেন। কৃষক আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্র প্রদেশ, তামিলনাডু এবং মধ্য প্রদেশেই। আত্মঘাতীদের তালিকায় বিপুল সংখ্যায় রয়েছেন এদেশের দিনমজুররা, যাঁদের স্থায়ী কোন কাজ নেই, দৈনিক মজুরির ভিত্তিতে জীবিকা নির্বাহের চেষ্টা চালান।
২০২২ সালের সমীক্ষার ভিত্তিতে গত শুক্রবার এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। অ-সরকারি বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রের মোদী সরকারের কর্পোরেটমুখী নয়া-উদার অর্থনৈতিক নীতির কারণে এদেশে কৃষিক্ষেত্র সহ সামগ্রিক জীবন-জীবিকায় গভীর সঙ্কটের চেহারাই স্পষ্ট হয়েছে এনসিআরবি রিপোর্টে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)’র সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, গত বছর সারা দেশে মোট ১,৭০,৯২৪ টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৬.৬ শতাংশই কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে। পাশাপাশি, দিনমজুরদের আত্মহত্যার হার ২৬.৪ শতাংশ। রিপোর্ট জানিয়েছে, ২০২২ সালে কৃষিক্ষেত্রে জড়িত ১১,২৯০ জনেরও বেশি মানুষ নিজের জীবন শেষ করে দিয়েছেন। এর মধ্যে ৫২০৭ জন কৃষক এবং ৬০৮৩ জন খেতমজুর। আত্মঘাতী ৫২০৭ জন কৃষকের মধ্যে ৪৯৯৯ জন পুরুষ। মহিলা ২০৮ জন। একইসঙ্গে গত বছর আত্মহত্যা করেছেন দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত অন্তত ৪১,৪৩৩ মানুষ।