রাজ্যে বুধবার রাত থেকেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবারও বেশ কয়েকটি জেলায় মিগজাউমের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে ক্ষেতের জমি। এতে ক্ষতি হয়েছে ধান, পিয়াঁজ ও আলু চাষের। শীতের মরশুমে অকাল বৃষ্টিতে ফসলের ব্যপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন কৃষকরা। ধান চাষীদের জমির বেশির ভাগ ধানই মাঠে পড়েছিল। হঠাৎ টানা বৃষ্টির দরুণ কাটা ধান জমিতে ভাসছে, এতে ধান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা। এদিকে জমিতে আলুর বীজ পুঁতেছিলেন তাদের জমি জলমগ্ন হয়ে গিয়েছে। সুতরাং আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্ট কৃষকদের। পাশাপাশি ফুল ও সবজি চাষও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনিয়ে সাংবাদিক সম্মেলনে ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন, অকাল বর্ষণে বাংলার কৃষকরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়ে বিধানসভায় আলোচনা হওয়া উচিত ছিল। ক্ষতিগ্রস্ত কৃষকদের কিভাবে সহোযোগিতা করা যায়, সেই বিষয়টিকে গুরুত্বসহকারে দেখতে হত৷ কিন্তু আজকাল গুরুত্বপূর্ণ বিষয়ের থেকে অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি আলোচনা করা হয়।