সংবিধান বাঁচাও মঞ্চের ১৫ দিনের পদযাত্রা শেষ হল কলকাতায়

নাগরিকত্বের দাবিতে সংবিধান বাঁচাও মঞ্চের ১৫ দিনব্যাপী পদযাত্রার সমাপ্তি হলো কলকাতার ধর্মতলায়। নদীয়ার করিমপুর থেকে ২৬ নভেম্বর এই পদযাত্রার সূচনা করেছিলেন সংবিধান বাঁচাও মঞ্চের সভাপতি সুকৃতি রঞ্জন বিশ্বাস। আজ রবিবার সেই পদযাত্রার ১৫ তম দিন। দুই জেলার মতুয়া অধ্যুষিত বিভিন্ন পথ পরিক্রমা করে। বাগুইআটি কেষ্টপুর থেকে পায়ে হেঁটে শ’খানেক মতুয়া, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেলা ২ টায় ধর্মতলার কলকাতা পৌর ভবনের পাশে পৌঁছায় এবং সেখানে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
সুকৃতিরঞ্জন বিশ্বাস বলেন কেন্দ্রীয় বিজেপি সরকার উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। সুকৃতিরঞ্জনের দাবি আবেদনের মাধ্যমে নাগরিকত্ব দেবার কথা এক মস্ত বড় ফাঁদ। ওই ফাঁদে পা না দেবার জন্য তিনি মতুয়াদের পরামর্শ দেন। তিনি দাবি করেন একটা ভিত্তি বছর ঘোষণা করে তার আগে আসা সব উদ্বাস্তুদের নাগরিক বলে ঘোষণা করে একটি নুতন আইন তৈরি করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মুহাম্মদ কামরুজ্জামান, সালাউদ্দিন আহমেদ, নাসির উদ্দিন ঘরামী, ডা. সুখেশ বিশ্বাস, নবীন বিশ্বাস, ডা: সজল বিশ্বাস, রণজিৎ গোঁসাই, হরিবর গোঁসাই প্রমুখ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও