সুপ্রিম কোর্ট সোমবার জম্মু-কাশ্মীর থেকে কেন্দ্রীয় সরকারের সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার সংক্রান্ত পদক্ষেপের বিষয়ে রায় ঘোষণা করবে। ২০১৯ সালে মোদী সরকার জম্মু ও কাশ্মীরকে দেওয়া রাজ্যটির বিশেষ মর্যাদা লোপ করে। সংসদে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯ পাস করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করেছিল।
ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ১৬ দিনের শুনানির পর চলতি বছরের ৫ই সেপ্টেম্বর এই বিষয়ে ২৩টির মতো পিটিশনের উপর রায় সংরক্ষণ করেছিল। বেঞ্চে বিচারপতি হিসাবে এসকে কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্তও ছিলেন।