এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়ে বিকাশভবনে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিয়োগ জট কাটাতে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় চাকরিপ্রার্থীদের সাত প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অংশগ্রহন করেন। বৈঠকে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও। সরকারের তরফে উপস্থিত আইনজ্ঞকে আইনি দিকগুলি খতিয়ে দেখতে বলা হয়েছে। বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সমাধান সূত্র বাহির করতে আবার ২২ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক হবে। বিকাশ ভবন থেকে বেরিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেছেন, আশা করি আইনি জটিলতা দ্রুত কাটবে। আমরা চাকরি দিতে চাই। আমারা জট কাটানোর চেষ্টা করছি।