সংসদের নিরাপত্তায় ঘাটতির বিষয় নিয়ে প্রথমবার মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ঘটনার পিছনে মূলত মোদি সরকারের নীতিকেই দায়ী করেছেন। কংগ্রেস সাংসদ জানিয়েছেন, বেকারত্বের কারনেই এমন ঘটনা ঘটেছে। এদিন কেন্দ্রীয় সরকারকে কড়া নিশানা করেছেন রাহুল গান্ধী। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী বলেন, “কেন এমন হল? দেশের প্রধান সমস্যা বেকারত্ব। প্রধানমন্ত্রী মোদির নীতির কারণে দেশের যুবকরা চাকরি পাচ্ছে না। এই ঘটনার মূল কারণ বেকারত্ব ও মূল্যস্ফীতি।”