দলিত মহিলাকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৩

 

এক দলিত মহিলাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠল ধূপগুড়িতে। প্রত্যন্ত গ্রামীণ এলাকার ওই মহিলা সাহস করে থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। আরও এক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। খবর গণশক্তির।
নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, তাঁকে ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে।
স্থানীয় সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, দলিত পরিবারের ওই মহিলা স্বামী মারা যাওয়ার পর বাড়িতে একাই থাকতেন। বুধবার সন্ধ্যায় মহিলাকে ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
আদিবাসী সংগঠনের নেতা জয়প্রফুল লাকরা, বলেন, ‘‘এক আদিবাসী মহিলাকে দলবেঁধে ধর্ষন করা হয়েছে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে’’।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও