অনেকে বলছেন, লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে গীতা পাঠের মঞ্চে হিন্দু মেরুকরণই ছিল এই কর্মসূচীর লক্ষ্য। তা স্পষ্ট হয়েছে গীতা পাঠ শেষে ভারত সেবাশ্রম সঙ্ঘের ট্রাস্টি স্বামী প্রদীপ্তানন্দর কথায়। তিনি বলেছেন,‘‘১৯৪৭-এ ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। তুষ্টিকরণ প্রশ্রয় পেয়েছে।’’ তাঁর পরামর্শ,‘‘যাদের সামর্থ্য আছে আর একটি সন্তান উৎপাদন করে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতেই হবে।’’ তাঁর আরও বার্তা,‘‘যদি আমাদের মন্দির, সাধু, সন্তদের সমালোচনা করে কেউ তাহলে টেনে জিভ ছিঁড়ে ফেলতে হবে।’’ তিনি একটি আশ্চর্যজনক কথা বলেছেন,‘‘সিপিএম, তৃণমূল, বিজেপি, আরএসপি কিছু থাকবে না, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ না থাকলে।’’