রামমন্দিরের উদ্বোধন, যাবেন কি মমতা?

 

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে বামেদের পথেই হাঁটলেন মমতা। ওয়ান ইন্ডিয়া সূত্রের খবর, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে নাকি উপস্থিত থাকবেন না তিনি। এক্ষেত্রে বামেদের মতো একই যুক্তি দিয়েছে তাঁর দল। রাম মন্দিরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। সেদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে সব রাজনৈতিক দলের নেতাদের কাছেও পাঠানো হয়েছে আমন্ত্রণ পত্র। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ না পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কেবল আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও