গাজায় একসাথে ৪ সন্তানের জন্ম দিলেন ফিলিস্তিনি নারী

 

চলমান গাজা যুদ্ধের মাঝেই ফিলিস্তিনি এক মা একসাথে চারজন শিশুর জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নবজাতকদের দু’জন মেয়ে এবং দু’জন ছেলে। তাদের এক ছেলেকে এখন হাসপাতালে রাখা হয়েছে। তাদের মায়ের নাম ইমান আল-মাসরি (২৮)।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধের মাঝেই ফিলিস্তিনি এক মা একসাথে চারজন শিশুর জন্ম দিয়েছেন। নবজাতকদের দু’জন মেয়ে এবং দু’জন ছেলে। তাদের নাম যথাক্রক্রমে টিয়া ও লিন এবং ইয়াসির ও মোহাম্মদ রাখা হয়েছে। দক্ষিণ গাজার একটি হাসপাতালে তাদের জন্ম হয়। কিন্তু যুদ্ধের কারণে অন্য রোগীদের জায়গা ছেড়ে দিতে তাকে দ্রুতই হাসপাতাল ত্যাগ করতে হয়। তবে শিশু মোহাম্মদ অসুস্থ থাকায় তাকে ছাড়াই হাসপাতাল ছাড়তে হয় মাকে। বর্তমানে টিয়া, লিন এবং ইয়াসিরকে নিয়ে মা তাদের বর্ধিত পরিবারের প্রায় ৫০ জন সদস্যের সাথে দেইর আল-বালাহতে একটি ছোট স্কুলরুমে আশ্রয়ে আছেন।
উল্লেখ্য, ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর অক্টোবরের মাঝামাঝি সময় এই ফিলিস্তিনি মা নিরাপত্তার জন্য তার আরো তিন সন্তানের সাথে পায়ে হেঁটে বেইত হানুনে আসেন। ওই তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তথাপি তাকে পায়ে হেঁটে পাঁচ কিলোমিটার দূরে জাবালিয়া শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়। পরে সেখান থেকে আরো দক্ষিণে দেইর আল-বালাহতে গিয়ে আশ্রয় নেন। পরে সেখানেই তার সন্তনরা জন্মগ্রহণ করে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও